০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হচ্ছে

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হচ্ছে। আগামী ২৮ আগস্ট এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আজ সোমবার এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত এসেছে বলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে।

জানতে চাইলে পিএসসির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রশ্ন মডারেশন, চলমান পরিস্থিতি এবং আরও কিছু কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হচ্ছে। ২৮ আগস্ট এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এই পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার পিএসসি থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৮ আগস্ট শুরু হয়ে চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। এসব প্রার্থীই লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হচ্ছে

আপডেট সময় : ০৮:৪৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হচ্ছে। আগামী ২৮ আগস্ট এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আজ সোমবার এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত এসেছে বলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে।

জানতে চাইলে পিএসসির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রশ্ন মডারেশন, চলমান পরিস্থিতি এবং আরও কিছু কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হচ্ছে। ২৮ আগস্ট এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এই পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার পিএসসি থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৮ আগস্ট শুরু হয়ে চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। এসব প্রার্থীই লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।